welcome to Tolarbagh Somaj Kaylan Sangathanwelcome to Tolarbagh Somaj Kaylan Sangathan টোলারবাগ সমাজকল্যাণ সংগঠন নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২০-২০২২ মোহাম্মদ আব্দুস সাত্তার রফিকসভাপতি আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার খানসহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন ইকবালসহ-সভাপতি আলহাজ্ব এ.জেড.এম. সেলিম মিয়াসহ-সভাপতি মোঃ হাফিজ উদ্দিন সহ-সভাপতি মোঃ ওয়ালীউল্লাহ মোল্লা মাসুদসহ-সভাপতি এস.এম. সাইফুল মতিন টিপু সহকারী সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনসহকারী সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী কোষাধ্যক্ষ ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক মোঃ মুনসুর আলী দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমান প্রচার সম্পাদক আব্দুল মালেক পাটোয়ারী সাংগঠনিক সম্পাদক মোঃ মিহিনুর ইসলাম (মিহির) সমাজকল্যাণ সম্পাদক ও সদস্য মোঃ সাইদুল ইসলামসহকারী সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন আহম্মেদ খাঁনসাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক তসলিমা বেগমমহিলা বিষয়ক সম্পাদক ও সদস্য এস.এম. শামিমুল আলম (শামিম)সহ: নিরাপত্তা বিষয়ক সম্পাদক আলহাজ¦ আব্দুল মোতালেব খাঁনসদস্য মোঃ জাকির হোসেন লিটনসদস্য শেখ দীন মোহাম্মদ রতনসদস্য জি.এম. পারভেজ মাহমুদসদস্য শংকর চন্দ্র শীলসদস্য মোঃ আনোয়ার হোসেনসদস্য মোঃ সিদ্দিক হোসেনসদস্য নির্বাচনী ইশতেহার ২০২০ * সশস্ত্র আনসার নিয়ােগের মাধ্যমে এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে সম্পুর্ন এলাকাকে সি.সি ক্যামেরার আওতায় আনা। * বর্তমান টোলারবাগ আবাসিক এলাকা সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, বহিরাগত আড্ডা ও ইভটিজিং মুক্ত সমাজ ব্যবস্থা অব্যাহত রাখা। * সমাজকল্যাণ ভবন ৭ম তলা সম্পন্ন করে তাতে বেকার যুবকদের কম্পিউটার ও কারিগরী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানব শক্তি হিসাবে গড়ে তোেলা। * সমাজকল্যাণ ভবনে সিনিয়র সিটিজেনদের পৃথক জায়গা করে নিয়মিত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা। * বর্তমানে চালু ফ্রি ফ্রাইডে ক্লিনিকের সেবার মান আরাে উন্নত করা। * সমাজকল্যাণ ভবনে মহিলাদের পৃথক চিত্তবিনােদন এবং চিকিৎসা সেবার ব্যবস্থা করা। * যুবকদের জন্য পৃথক খেলাধুলা এবং শিক্ষামূলক বিনােদন ব্যবস্থা করা। *বিভিন্ন জাতীয় দিবসে সকল সদস্যদের অংশ গ্রহণে উৎসাহিত করা। * সমাজকল্যাণ ভবনে নামমাত্র মূল্যে সদস্যদের জন্য কমিউনিটি সেন্টার সেবা প্রদান করা। * সদস্য ফি কমিয়ে বছর ভিত্তিক নাম মাত্র সদস্য ফি নির্ধারন করা। * সকল বাড়ি ও ফ্ল্যাট মালিককে সমাজকল্যাণ সংগঠনের সদস্যের আওতায় আনা। * প্রাকৃতিক দুর্যোগ মােকাবেলায় একটি শক্তিশালী ত্রাণ তহবিল গঠন করা। * সমাজকল্যাণ সংগঠন সদস্যদের জন্য একটি কল্যাণ তহবিল গঠন করে সদস্যদের আর্থিক সহযােগিতা করা। * সংগঠনের অর্থ ব্যয় পর্যবেক্ষন ও তদারকি করার জন্য এলাকার গণ্যমান্য মুরব্বিদের সমন্বয়ে একটি শক্তিশালী অডিট কমিটি গঠন করে অধিকতর সচ্ছতা নিশ্চিত করা। * ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে প্রতিমাসের হিসাব পর্যবেক্ষনের সুবিধার্থে সংগঠনের হিসাব-নিকাশ ওয়েবসাইটের মাধ্যমে নিয়মিত প্রচার করা। * হােল্ডিং নম্বর লেন মােতাবেক পূনঃবিন্যাস করে সহজ পদ্ধতিতে সনাক্ত করার ব্যবস্থা গ্রহণ করা। * টোলারবাগ সমাজকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও ত্যাগি নেতৃবৃন্দের যথাযত সম্মান প্রদর্শনার্থে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহন করা। সামাজিক কর্মকান্ড ২১ ফেব্রুয়ারী ২০২৫